দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে এক আনন্দঘন পরিবেশে হরিরামপুর ব্লকের পুজো কমিটিগুলিকে সরকারি অনুদান প্রদান করা হলো। শনিবার হরিরামপুর থানার উদ্যোগে ও আইসি অভিষেক তালুকদারের পৌরহিত্যে বিবেকানন্দ কক্ষে অনুষ্ঠিত হয় এই অনুদান প্রদানের অনুষ্ঠান।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী সহ হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকার পুজো কমিটির সদস্যরা।
মন্ত্রী বিপ্লব মিত্র এদিন ব্লকের মোট ৪১টি পুজো কমিটির হাতে ১ লক্ষ ১০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন। অনুদান গ্রহণের মুহূর্তে পুজো উদ্যোক্তাদের চোখেমুখে ফুটে ওঠে উৎসবের উচ্ছ্বাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিপ্লব মিত্র বলেন—
“পুজোর এই দিনগুলি সুখ, সমৃদ্ধি আর আনন্দ বয়ে আনুক প্রতিটি মানুষের জীবনে।”
এদিনের এই অনুষ্ঠান ঘিরে হরিরামপুরে তৈরি হয় উৎসবের আগাম আমেজ।
Leave a Reply