পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ৩টি দোকানে ধাক্কা একটি কন্টেইনারের,ঘটনায় গুরুতর আহত ৪, ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার জিয়াদা ১৬ নম্বর জাতীয় সড়কে, স্থানীয় সূত্রে জানা যায় শনিবার নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেইনার ধাক্কা মারে তিনটি দোকানে, ঘটনায় গুরুতর আহত হয় ৪ জন, এরপর স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, এই ঘটনায় বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ গিয়ে ঘাতক গাড়িটিকে আটক করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করে।
পাঁশকুড়া জাতীয় সড়কে কন্টেইনার দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য, হাসপাতালে ভর্তি আহতরা।

Leave a Reply