হিলির উত্তর রায় নগরে গাঁজা উদ্ধার, গ্রেফতার অভিযুক্তদের বালুরঘাট কোটে পেশ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- গতকাল গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানার পুলিশ হিলির উত্তর রায় নগর এলাকায় অভিযান চালায়। সেখানে একটি টোটো থেকে‌ তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করে হিলি থানার পুলিশ। ঘটনায় টোটো চালক ও দুই মহিলাকে গ্রেফতার করে হিলি থানার পুলিশ। জানা যায়, এই পুলিশি অভিযানে ৮ কেজি গাজা উদ্ধার হয়েছে। যারা আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।। অন্যদিকে টোটো চালক ও দুই মহিলাকে গ্রেফতার করে আজ বালুরঘাট জেলা কোটে পেশ করে হিলি থানার পুলিশ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *