সাহিত্য সংসদের আয়োজনে প্রয়াত সম্পাদককে স্মরণে শ্রদ্ধাঞ্জলি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রেরণা আর্ট এন্ড কালচারাল এসোসিয়েশনের ‘প্রেরণা’ পত্রিকা ও সংবাদপত্রের সম্পাদক সঞ্জয় রায়ের অকাল প্রয়াণে অনুষ্ঠিত হলো স্মরণসভা, সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা সাহিত্য সংসদের উদ্যোগে। প্রয়াত সঞ্জয় রায় পত্রিকা সম্পাদনার পাশাপাশি ছিলেন অভিনেতা ও প্রযোজক। তারকা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘স্নেহের প্রতিদান’ চলচ্চিত্রে অভিনয়ও করেছিলেন। আরো দু একটি চলচ্চিত্রে তিনি অভিনেতা ও প্রযোজক ছিলেন। একটি চলচ্চিত্রের প্রযোজনা ও শুটিং কালে বিহারের পাটনা শহরে তার আকস্মিক মৃত্যু ঘটে। গড়বেতার তালডাংরা গ্রামে বাড়ি হলেও বর্তমানে থাকতেন কলকাতায়। গ্রামের তালডাংরা ঐক্য সম্মিলনী ক্লাবে এই স্মরণসভায় স্মৃতিচারণা করেন গড়বেতা সাহিত্য সংসদের সভাপতি শিক্ষাবিদ সুভাষ চট্টোপাধ্যায়, রঞ্জন কুমার সরকার, দোলনচাঁপা তেওয়ারি দে, সুপ্রিয়া কুন্ডু, স্বর্ণেন্দু ব্রহ্ম, বিশ্বজিৎ হালদার, রঞ্জিত মন্ডল, কৌশিক হালদার, সুভাষ সিংহ, অপূর্বা মিশ্র, সঞ্জয় গোস্বামী, ডা: রাজা মুখার্জি, অনির্বাণ চট্টোপাধ্যায়ও পরিবারের অজয় রায় সহ ক্লাবও এলাকার মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *