হেলিপ্যাড গ্রাউন্ড এলাকায় হাঁটু জল, বিপাকে ১৫০ হোটেল ও অতিথিরা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভোর থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি। আর সেই বৃষ্টিতে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত নিউ দিঘার হেলিপ্যাড গ্রাউন্ড এলাকায় জলমগ্ন। জল বন্দি প্রায় এলাকায় ১৫০ টির মতো হোটেল। জল পেরিয়ে হোটেলে যেতে হচ্ছে পর্যটকদের।
নিম্নচাপের কারনে রাজ্যের প্রতিটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিলো আবহাওয়া অফিস। উপকূল এলাকায় বৃষ্টির পরিমান বেশি হবে বলেও জানানো হয়। সেই মতো সোমবার ভোর থেকে টানা বৃষ্টি সাথে বজ্রপাত। ফলে একপ্রকার পর্যটকেরা হোটেল বন্দি হয়ে পড়ে। যারা বাইরে বেরিয়েছিলেন তারা এক হাঁটু জল পেরিয়ে হোটেলে প্রবেশ করতে হয়। জানা গিয়েছে, নিউ দিঘার হেলিপ্যাড গ্রাউন্ড এলাকায় বাসস্ট্যান্ড নির্মানের কাজ হওয়ার ফলে এলাকায় যত্রতত্র জিনিসপত্র পড়ে থাকার কারনে জল জমে যায়।
নিউ দিঘার হোটেল ম্যানেজার টোটোন সাউ জানান, “সকাল থেকে টানায় প্রায় ৮/৯ ঘন্টা বৃষ্টির কারনে বেশকিছু জায়গায় জলমগ্ন হয়ে পড়ে। তবে সব থেকে বেশি জল জমেছে নিউ দিঘার হেলিপ্যাড গ্রাউন্ড এলাকায় ”

দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক নীলাঞ্জন মন্ডল জানান, ” টানা বৃষ্টির কারনে বেশ কিছু জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। দ্রুত জল যাতে বেরিয়ে যায় তার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছেন।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *