কালনা, নিজস্ব সংবাদদাতা:- সোমবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা। ঘটনায় আহত ২০। জানা গিয়েছে নান্দাই দুর্গাপুর রেল গেট সংলগ্ন এলাকায় সোমবার আনুমানিক বেলা নটা নাগাদ যাত্রীবাহী বাস এবং একটি ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসে থাকা সমস্ত যাত্রী কম বেশি আহত হয়। প্রথমে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসার জন্য পাঠায়। বাসে চালক দীর্ঘক্ষণ বাসে আটকে ছিল পরবর্তী সময় গ্যাস কাটার দিয়ে তাকে কেটে বার করে উদ্ধার করে পাঠানো হয় কালনা হসপিটাল। কালনা মহকুমা হসপিটালে আহতদের দেখতে হাজির হয় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনার SDPO রাকেশ চৌধুরী, কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল সহ অন্যান্যরা। জানা গিয়েছে নবদ্বীপের দিক থেকে রানীগঞ্জের দিকে যাত্রী বোঝাই বাসটি যাচ্ছিল। এমন সময় একটি টোটোকে ওভারটেক করে এসে ডাম্পার গাড়িটি বাসের মুখোমুখি ধাক্কা মেরে দেয়। পাশে থাকা কমবেশি সকলেই আহত হয় বেশ কয়েকজনের আঘাত গুরুতর। তাদের সকলকেই পুলিশ উদ্ধার করে কালনা হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসে। ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা।
আহতদের দেখতে কালনা হাসপাতালে মন্ত্রী স্বপন দেবনাথসহ প্রশাসনিক কর্তারা।

Leave a Reply