বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : “ভোট চোর, গদি ছোড়”— এই স্লোগানকে সামনে রেখে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি আয়োজন করল জাতীয় কংগ্রেস। সোমবার দুপুর আড়াইটা নাগাদ বালুরঘাটে এই কর্মসূচির আয়োজন হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব সহ জেলা নেতৃত্বরা।
এই কর্মসূচির পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশনও দেওয়া হয়। নেতৃত্বদের অভিযোগ, দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের কাছে দুর্গাপুজোর কার্নিভাল আয়োজনের ফলে রোগী ও চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত ঘটে। তাই কার্নিভালের স্থান পরিবর্তনের দাবি জানানো হয়। একইসঙ্গে বালুরঘাট রেল টিকিট কাউন্টারে সক্রিয় দালালচক্র উৎখাতের দাবিতেও সরব হয় কংগ্রেস।
Leave a Reply