নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের (DYFI) বামনগোলা লোকাল কমিটির সহ সারা ভারত ক্ষেত মুজুর ইউনিয়ন ডাকে, শিক্ষা ও কাজ এর দাবিতে লাগামহীন দুর্নীতির প্রতিবাদে বামনগোলা বিডিও অফিসে ডেপুটেশন। পাকুয়াহাট রবীন্দ্র মোড় থেকে ডি ওয়াই এফ আই সদস্যরা একটি র্যালি করে বামনগোলা বিডিও অফিসে উপস্থিত হন—ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সাত দফা দাবি (DYFI) ও সারা ভারত ক্ষেত মুজুর ইউনিয়নেরতের ১৩ দফা দাবি জানিয়ে বামগোলা বিডিও হাতে ডেপুটেশন তুলে দেন এদিন দাবিগুলি ছিল, ১০০ দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে,বিদ্যালয়ের ক্লাস বন্ধ রেখে অন্য কোন সরকারি অনুষ্ঠান করা যাবে না,গোটা ব্লক জুড়ে মাদকদ্রব্যের রমরমা বন্ধ করতে হবে, ব্লকের বিভিন্ন প্রান্তিক এলাকার বেহাল রাস্তাগুলো নতুন রূপে তৈরি করতে হবে,বামনগোলা ব্লকের সমস্ত পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে স্থায়ী কাজের ব্যবস্থা করতে হবে,মুদিপুকুর ও নালাগোলা হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার, নার্স, সরকারি স্টাফ এবং টেকনিশিয়ান এর ব্যবস্থা করতে।সেদিন উপস্থিত ছিলেনDYFI সম্পাদক বিশ্বজিৎ মিশ্র,সভাপতি লালু রবিদাস,
ক্ষেতমজুর সম্পাদক খগেন বর্মন,সভাপতি গোপাল মন্ডল,গণ সংগঠনের নেতৃত্ব রেবারানী,সরকার ও সিপিআইএম মালদা জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য ছবি দেব সহ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের (DYFI) সহ সারা ভারত ক্ষেত মুজুর ইউনিয়ন বামনগোলার সকল সদস্যরা।
বেহাল রাস্তা, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের দাবিতে বামনগোলায় DYFI–এর প্রতিবাদ র্যালি।

Leave a Reply