নিজস্ব সংবাদদাতা, মালদা :- রইল না মোর ঘরের চাবি মোদের হাতে এই থিমের মাধ্যমে এবারে পূজোয় চমক দিতে চলেছে। মালদা শহরের ঘোড়াপীড় সার্বজনীন দুর্গোৎ কমিটি।এই পূজা এবারে ২৯তম পদার্পণ করছে । প্রতিবছরের মতো এবারও থাকছে তাদের পুজোয় চমক। জেলার সেরা দশের মধ্যে এটি একটি সেরা দুর্গাপূজা দর্শনার্থীদের নজর কাটতে চলেছে।তাদের এবারের বিশেষ থিম *রইল না মোর ঘরের চাবি মোদের হাতে* অর্থাৎ এই থিমের মাধ্যমে পূজা উদ্যোক্তারা তুলে ধরেছেন রাজমিস্ত্রি ও অট্টালিকা প্রস্তুতকারকদের জীবন যাপন তুলে ধরার চেষ্টা করেছেন।এই থিমে মধ্যে দিয়ে তুলে ধরা হবে।যারা বড় বড় অট্টালিকা তৈরি করেন তাদের নিজেদের জীবন যাপন কিভাবে করে। কুঁড়ে ঘরে থেকে অট্টালিকায় তৈরি করে। কিন্তু তাদের জীবন যাপন করার সমর্থ্য হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কুড়ে চালার ঘরের নিচেই তাদের জীবন যাপন করতে। বড় বড় অট্টালিকা তৈরি করে সেই ঘরের চাবি কিন্তু বড়লোকদের হাতেই তুলে দেয়। সেই সমস্ত মডেলের মাধ্যমে তুলে ধরা হবে এই থিম । এছাড়া পুজোর কদিন সামাজিক সেবামূলক কাজকর্ম রাখা হবে বলে পূজা উদ্যোক্তারা জানান।
রাজমিস্ত্রিদের বঞ্চনার গল্প মণ্ডপে, ২৯তম বর্ষে ঘোড়াপীড় সার্বজনীন দুর্গোৎসব।

Leave a Reply