শুভজিৎ দাসের কোচিং সেন্টারের পড়ুয়াদের অংশগ্রহণে নাচ-গান-আবৃত্তির আসর।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- বীরভূম জেলা রাজনগর বড়বাজারে শিক্ষক শুভজিৎ দাস তাঁর কোচিং সেন্টারের ছাত্র ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন৷ শুভজিৎ বাবু তাঁর বক্তব্যে বলেন, কিছুদিন পূর্বে শিক্ষক দিবসের অনুষ্ঠান করার কথা ছিল আমার ছাত্র ছাত্রীদের৷ কিন্তু বিশেষ কিছু কারণে কিছুটা দেরিতে হলেও সেই অনুষ্ঠানটি আয়োজিত হয়৷ এদিন প্রথম পর্যায়ে শিক্ষক দিবস পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়৷ দ্বিতীয় পর্যায়ে আসন্ন মহালয়া ও দুর্গাপুজো উপলক্ষে আগমনী অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ ছাত্র ছাত্রীরা নাচ, গান, আবৃত্তি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়৷ হাজির ছিলেন শিক্ষক শুভজিৎ বাবুর বাবা বিশিষ্ট তবলা বাদক ও তবলার প্রশিক্ষক সুশীল দাস, শুভজিৎ বাবুর শ্বশুরমশাই শিক্ষক অশোক মন্ডল, সংস্কৃতিপ্রেমী রেশমী দে, সাংবাদিক সফিউল আলম সহ সুধীজনেরা৷ ছিলেন পরিবারের সদস্যরাও৷ এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য শিক্ষক ও তাঁর পরিবারকে এবং পড়ুয়াদের ধন্যবাদ জানান অভিভাবক ও সংস্কৃতিপ্রেমীরা৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করে ছাত্রী প্রতিভা দত্ত৷ কিছুটা সহযোগিতা করেন সফিউল আলম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *