বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে আজ নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। টুর্নামেন্টে জেলার ২৬ টি দল অংশগ্রহণ করেছে। ১১ সেপ্টেম্বর থেকে এক সপ্তাহ ব্যাপী এই নকআউট ফুটবল টুর্নামেন্ট শেষ হলো ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিনে। স্বামী বিবেকানন্দের নাম নরেন্দ্রনাথ দত্ত অনুসারে এই ফুটবল টুর্নামেন্টের নামকরণ করা হলেও, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ১৭ ই সেপ্টেম্বর নরেন্দ্র কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট সমিতির পরিচালনায় অনুষ্ঠিত এই টুর্নামেনটের এদিনের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বালুরঘাটে বিধায়ক অশোক লাহিড়ী, তপনের বিধায়ক বুধরাই টুডু, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী।
এদিনের ফাইনাল খেলায় বিজয়ী দল ‘বালুরঘাট ঋষি অরবিন্দ’ টিমের হাতে ৫০ হাজার টাকা আর্থিক পুরস্কার সহ ট্রফি তুলে দেন সুকান্ত মজুমদার। রানার’স আপ ‘কুশমন্ডি রবীন্দ্রনাথ ঠাকুর’ টিমকে ২৫ হাজার টাকা আর্থিক পুরস্কার ও রানার্স ট্রফি দেওয়া হয়।
বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান, বাংলা তথা ভারতের মনীষী নরেন্দ্রনাথ দত্তের শিকাগো বক্তৃতার বর্ষপূর্তির দিন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পর্যন্ত নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর জন্মদিনে ফাইনাল খেলার মধ্য দিয়ে নরেন্দ্র কাপের সমাপ্তির অনুষ্ঠান হল।
Leave a Reply