বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা: – দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের নিউ টাউন ক্লাব এ বছর দুর্গোৎসবে নতুন মাত্রা আনছে। তাঁদের পুজোর থিম করা হয়েছে ‘অপারেশন সিঁদুর’। দেশের সেনাদের বীরত্বগাথা ও দেশপ্রেমকে তুলে ধরাই এই থিমের মূল উদ্দেশ্য।
ক্লাব সূত্রে জানা গিয়েছে, প্যান্ডেল সাজানো হচ্ছে ভারতীয় সেনার সামরিক অভিযানের আদলে। বিশেষভাবে ফুটিয়ে তোলা হবে সেনাদের দুঃসাহসিকতা, তাঁদের ত্যাগ ও দেশরক্ষার অঙ্গীকার। দর্শনার্থীরা প্যান্ডেলে প্রবেশ করলে নিজেদের একপ্রকার সেনাঘাঁটির মধ্যে দাঁড়িয়ে আছেন বলে মনে হবে।
ক্লাবের এক সদস্য জানান যে তাদের উদ্দেশ্য দেশের সেনাদের সম্মান জানানো। তাঁদের অবদানকে সাধারণ মানুষের সামনে আরও একবার তুলে ধরা। তাই তারা এ বছর এই অভিনব থিম বেছে নিয়েছেন।
শিল্পীরা দিনরাত কাজ করে চলেছেন থিমের প্রতিটি অংশ ফুটিয়ে তুলতে। বিশেষ আলোকসজ্জা ও শব্দ ব্যবস্থার মাধ্যমে অভিযানের পরিবেশ তৈরি করা হচ্ছে। প্যান্ডেলে থাকবে সেনা সাজসরঞ্জাম, ট্যাঙ্ক ও যুদ্ধবিমান নির্মিত প্রতিরূপ।
দর্শনার্থীদের জন্য এটি নিঃসন্দেহে এক অভিনব অভিজ্ঞতা হবে বলে আশা করছে নিউ টাউন ক্লাব। পাশাপাশি, বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করাই এ বছরের পুজোর মূল বার্তা।
Leave a Reply