সামুদ্রিক শিল্পের গুরুত্ব ও ভবিষ্যৎ নিয়ে পাঁচতারা হোটেলে জমকালো সেমিনার, দেশজুড়ে অংশ নিলেন প্রতিনিধিরা।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- ন্যাশনাল মেরিটাইম ডে সেলেব্রেশন কমিটি কলকাতার উদ্যোগে হয়ে গেল ওয়ার্ল্ড মেরিটাইম ডে -২০২৫। কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করে। এবছরের থিম বা বিষয় our ocean, our obligation and our opportunity। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন সুশীল মানসিং খোপরে, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ শিপিং ডিরেক্টরের জেনারেল অফ শিপিং মুম্বাই। এছাড়া উপস্থিত ছিলেন বিজেন্দ্র চৌবে,ডেপুটি শিপিং মাস্টার এন্ড ডেপুটি ডিরেক্টর,অজয় যাদব নাভেল অফিসার ইনচার্জ, ওয়েস্ট বেঙ্গল। সম্মানীয় অতিথি করন পাল চেয়ারম্যান appeejay surrendra গ্ৰুপ। এদিনের সেমিনারে বক্তা হিসেবে বক্তব্য রাখেন অনাপু শ্রীনিবাসা প্রসাদ, সাধন কুমার সরকার, ক্যাপ্টেন দেব নারায়ণ গোস্বামী, সেনসি মেরিটাইম এর চেয়ারম্যান ক্যাপ্টেন স্নেহাশিস দাস, ক্যাপ্টেন রাজেন্দ্র নারায়ণ সেতাপথি, অনির্বাণ চক্রবর্তী, ক্যাডেট বিশাল দাস সহ অন্যান্যরা। অতিথিদের সম্ভাষণ করেন SEACOM গ্রুপের ডিরেক্টর মিসেস বৈশালী চৌধুরী। সমগ্র অনুষ্ঠানটি প্রিন্সিপল অফিসার বিক্রান্ত রাই এর তত্ত্বাবধানে পরিচালিত হয়। এছাড়া উপস্থিত ছিলেন স্বরূপ রায় সেইলার্স ইউনিয়ন ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল এর প্রাক্তন সাধারণ সম্পাদক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছাড়াও সেইলার্স ইউনিয়ন অফ ইন্ডিয়া, নুসি, এফএসইউ আই এবং অন্যান্য মেরিন ইউনিয়ন এর সদস্যরাও উপস্থিত ছিলেন। বিশ্ব সামুদ্রিক দিবস (World Maritime Day) আন্তর্জাতিক সামুদ্রিক সংগঠন (IMO) দ্বারা প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে উদযাপন করা হয়, যেখানে সমুদ্রপথের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সামুদ্রিক শিল্পের ওপর আলোকপাত করা হয়। এই দিবসটি সামুদ্রিক শিল্পের চ্যালেঞ্জ ও সুযোগগুলো তুলে ধরে এবং পরিবেশগত সুরক্ষার গুরুত্বও বোঝানো হয়। এই দিবসটি সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করে। সামুদ্রিক শিল্পের সাথে জড়িত বিভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাবনার উপরআলোকপাত করা হয়। সামুদ্রিক পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিত করার গুরুত্ব তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *