নারকেলের দড়ির শিল্পকলা ও সাবেকিয়ানার মেলবন্ধনে থিম পুজো।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট ত্রিধারা ক্লাবের এবছর হীরক জয়ন্তী বর্ষের দুর্গাপুজো। এবারের পুজোকে স্মরণীয় করে রাখতে পরিবেশ বান্ধব পুজোর আয়োজন করছে ক্লাব কর্তৃপক্ষ। বাংলার সাবেকিয়ানার মাঝে আধুনিকতার ছোঁয়ায় নারকেলের দড়ি দিয়ে বিভিন্ন শিল্পকলা ও কারুকার্যের মেলবন্ধনে নির্মিত এক কাল্পনিক প্রাসাদ লক্ষ্য করা যাবে এখানকার পুজোতে। পুজো মন্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে খিদিরপুরের প্রতিমাশিল্পী বিষ্ণু পাল বাংলার সাবেকি ঘরনার মাতৃমূর্তি নির্মাণ করছেন। আলোকসজ্জায় কৃষ্ণ দাস এবং শব্দ পরিবেশনে অমৃতখন্ডের ডিগ্রার রতন সরকার। মন্ডপ সৃজনে চক্রবর্তী ডেকোরেটার্স। প্রতিবছরই এখানকার দুর্গাপুজোতে কিছু না কিছু নতুনত্বের চমক থাকে, সেই জন্য পুজোর দিনগুলোতে এখানে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। এই ক্লাবের দুর্গাপুজোর এখন শেষ পর্বের প্রস্তুতির কাজ চলছে জোড় কদমে, পুজো উপলক্ষ্যে মহাচতুর্থীর দিন দুঃস্থ বয়স্ক মহিলাদের মধ্যে বস্তু বিতরণের পাশাপাশি মহাষ্টমীতে দুঃস্থ বাচ্চাদের মধ্যে জামাকাপড় বিতরণ করা হবে। এই ক্লাব দুর্গাপুজোর পাশাপাশি রক্তদান শিবির সহ সারাবছর বিভিন্ন সামাজিক কর্মসূচীর আয়োজন করে থাকে। পুজোর বিষয়ে সরাসরি শুনে নেব ক্লাব সম্পাদক সন্দীপ সরকারের কাছ থেকে –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *