দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাত পার হলেই মহালয়া। ভোর বেলায় আগমনীর সুরে অনিবার্য ভাবে উচ্চারিত হবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্র পাঠ। শরতের আবহে নীল আকাশ আর পেজা তুলোর সমারোহ প্রকৃতি জুড়ে। কাশ ফুল ফুটেছে নদীর চরে। এমনই সময়ে মহালয়ার প্রাক্কালে ‘আগমনী’ অনুষ্ঠানের আয়োজন করলো অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতন। বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষয়ত্রী, শিক্ষার্থীরা মিলে বরণ করে নিলে দুর্গা মাকে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমে শঙ্খ ধ্বনির সঙ্গে উচ্চারিত হলো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্র পাঠ। তারপর গাওয়া হলো বাজলো তোমার আলোর বেণু – অংশ নিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নন্দিতা দাস, শিক্ষক তুহিন শুভ্র মন্ডল, শিক্ষিকা গার্গী দাস, পার্শ্ব শিক্ষিকা কল্পনা সরকার, পপি মন্ডল।
এই গানেই নাচ পরিবেশন করে ছাত্রী জ্যোতি দেবনাথ। এছাড়াও বিভিন্ন গানে নাচ পরিবেশন করে রাণী মণ্ডল, কনিকা বর্মণ, সরস্বতী মার্ডি প্রমুখ। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষিকা নন্দিতা দাস,সহ শিক্ষক দেবাশীষ মন্ডল জানান ‘ গতবার থেকে আমরা আগমনী অনুষ্ঠান শুরু করেছি। পড়াশোনার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওদের মন বিকশিত হোক। অন্ধকার সরিয়ে ওরা আলো ও ভালোর অনুপ্রেরণা খুঁজে পাক। এই জন্যই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন ‘।
শঙ্খধ্বনি ও স্তোত্রপাঠে দুর্গামার বরণ করল শিক্ষক-শিক্ষার্থীরা।

Leave a Reply