দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- হাইকোর্টে বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ রেল প্রকল্পের জমি অধিগ্রহন সংক্রান্ত মামলায় রাজ্যের তরফে কোন স্ট্যাটাস রিপোর্ট জমা না পড়ায়। ফের তা পিছিয়ে গেল হাইকোর্টে এসংক্রান্ত মামলা।যার ফলে রেলের তরফে এই রেলপথ সম্প্রসারনের জন্য জমি অধিগ্রহনের জন্য অর্থ বরাদ্দ করলেও উত্তর দিনাজপুর ও দক্ষিন দিনাজপুরের দুই দিকেই জমি অধিগ্রহন না হওয়ায় প্রকল্প রুপায়ন বেশ খানিকটা পিছিয়ে গেল বলে মনে করছে দুই জেলার স্থানিওরা।
মামলাকারীদের তরফে উচ্চ আদালতের আইনজীবি কল্যান চক্রবর্তী এদিন জানান গত ১৫ সেপ্টম্বর হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও স্মীতা দাসের কোর্টে এই প্রকল্পের জমি সংক্রান্ত মামলাটি উঠেছিল, সেখানে আমরা দুই জেলার জমি অধিগ্রহন সংক্রান্ত দুই জেলায় যেসব সমস্যা রয়েছে এবং দুই জেলায় জমি অধিগ্রহনের কাজ কতটুকু হয়েছে, তা তুলে ধরেছি।কিন্তু এদিন রাজ্যের তরফে ও কেন্দ্রের তরফে এসংক্রান্ত কোন রিপোর্ট সরকারি দুই আইনজিবিরা না পাওয়ায় তারা এদিন বিচারকের কক্ষে হাজির হন নি। যার ফলে বিচারকদ্বয় আমাদের নির্দেশ দেন যে রাজ্য ও কেন্দ্রকে এ সংক্রান্ত রিপোর্ট জমা দেবার জন্য চিঠি দিয়ে অবগত করার জন্য। আমরা দ্রুত সেই নির্দেশ মেনে রাজ্য ও কেন্দ্রকে চিঠি দিয়ে বিচারপতিদ্বয়ের নির্দেশের কথা জানিয়ে দেব, বলে আইনজিবি জানান।
Leave a Reply