পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- ছয় দফা দাবি নিয়ে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমান শহরের খাদ্য আধিকারিক এর কাছে ডেপুটেশন প্রদান করা হলো। তাদের মূল বক্তব্য হলো খাদ্য সুরক্ষা আইনে সমস্ত গরিব মানুষকে সস্তায় রেশন প্রদান করতে হবে ও সমস্ত গরিব মানুষকে ডিজিটাল রেশন কার্ড দিতে হবে। এই দাবি দাওয়া নিয়েই আজ খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক এর কাছে ডেপুটেশন প্রদান করা হয়। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে অরিন্দম মৌলিক বলেন, আমাদের মূল দাবি ছিল সমস্ত গরিব মানুষকে রেশন দিতে হবে। কারণ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের আইনের যাঁতাকলে আমাদের রাজ্য প্রায় এক কোটি চল্লিশ লক্ষ মানুষ ও ডিজিটাল রেশন কার্ডের হাতের ছাপের জন্য প্রচুর মানুষ রেশন তুলতে পারছেন না। আমরা জানতাম যে ১৩ বছর আগেই সার্ভে করা হয়েছিল শুধুমাত্র আমাদের রাজ্য সরকার অপদার্থতার কারণেই। তাই গোটা রাজ্যজুড়ে আমাদের এই কর্মসূচি চলছে।
পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমান শহরের খাদ্য আধিকারিক এর কাছে ডেপুটেশন প্রদান করা হলো।

Leave a Reply