মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — খেলার ছলে মাটি দিয়ে আস্ত এক দুর্গা প্রতিমা গড়ে সকলের নজর কাড়ল চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্র। ওই ছাত্রের নাম কিংশুক সরকার। বাড়ি মালদার হবিবপুর ব্লকের আইহো বক্সীনগর এলাকায়। তার বাবার নাম অনুপ সরকার। পেশায় স্কুল শিক্ষক। অনুপবাবুর ছেলে কিংশুকের বয়স বর্তমানে ১০ বছর। সে চতুর্থ শ্রেণির স্কুল ছাত্র। পড়াশোনার পাশাপাশি কিংশুকের মধ্যে সৃষ্টিসুলভ প্রতিভা রয়েছে। ছোট্ট কিংশুকের সেই প্রতিভা প্রকাশ পেয়েছে মাটির দুর্গা প্রতিমা গড়ার মধ্য দিয়ে। সে নিছকই খেলার ছলে বাড়িতেই মাটি দিয়ে দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু করে। প্রথমে মাটি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেন। এরপর আস্তে আস্তে দুর্গার পাশে লক্ষ্মী-সরস্বতী, কার্তিক-গণেশ, অসুর সমস্ত কিছুই দিব্যি বানিয়ে ফেলে। দুর্গা পেছনে থার্মোকলের চালা বসায়। এরপর প্রতিমা রঙচঙ করে সাজ-সজ্জায় সজ্জিত করে তোলে। ছেলের এই প্রতিভা দেখে কিংশুকের বাবা কিংশুকের হাতে গড়া মাটির প্রতিমা স্যোসাল মিডিয়ায় আপলোড করেন। আর আপলোড করতে না করতেই তা রীতিমতো স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যা দেখে ছোট্ট কিংশুক যেমন আনন্দে আটখানা হয়ে ওঠে, তেমনই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন পরিবারবর্গ।এই প্রতিমা গড়া সে কারো কাছে শেখেনি কুমোরটুলি বা বিভিন্ন পূজা মন্ডপে প্রতিমা দেখে নিজে নিজেই তৈরি করে।এই প্রতিমা দেখতে গ্রামের বাচ্চা থেকে বড়রা অনেকেই আসছে।
খেলার ছলে মাটি দিয়ে দুর্গা প্রতিমা গড়ে ভাইরাল চতুর্থ শ্রেণির ছাত্র কিংশুক।












Leave a Reply