পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ঝাড়বনী সর্বার্থ সাধক মিলন সংঘের উদ্যোগে ‘ভারত পথিক’ রাজা রামমোহন রায়ের ১৯২ তম প্রয়াণ দিবস পালন করা হয় শুক্রবার। এইদিন সংঘের সামনে প্রতিষ্ঠিত মহান সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের প্রতিকৃতি তে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন সম্পাদক অনির্বাণ চট্টোপাধ্যায়, সুশান্ত দে, শিক্ষক লালমোহন দে সহ ক্লাবের সদস্য – শিক্ষার্থীবৃন্দ।
ঝাড়বোনির সর্বার্থ সাধক মিলন সংঘে পালিত রামমোহন রায়ের ১৯২তম প্রয়াণ দিবস।












Leave a Reply