বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা”- এবার শুধুমাত্র কলকাতায় নয়, দক্ষিণ দিনাজপুরেও অনুষ্ঠিত হলো অপারেশন সিঁদুরের লেজার লাইটিং শো। বালুরঘাট নিউ টাউন পল্লী পাঠাগার ক্লাবের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করা হয়, যার পৃষ্ঠপোষক ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
তিনি জানান, দক্ষিণ দিনাজপুর তো বটেই, উত্তরবঙ্গের ক্ষেত্রেও এ ধরনের লেজার লাইট অ্যান্ড সাউন্ড শো এই প্রথম। শো’তে ভারতের সামরিক ইতিহাসের একাধিক অধ্যায় তুলে ধরা হয়। কাশ্মীরের পেহেলগাম হামলা থেকে শুরু করে ভারতীয় সেনার তিন বাহিনী মিলে পাকিস্তানের ওপর পরিচালিত সার্জিক্যাল স্ট্রাইকের মতো ঘটনাগুলি আলো-আবহ ও শব্দের মাধ্যমে জীবন্ত করে দেখানো হয়।
সুকান্ত মজুমদারের দাবি, দেশপ্রেম জাগানোর উদ্দেশ্যে এই অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণ মানুষ যাতে সেনাদের বীরত্ব এবং দেশের প্রতি তাদের আত্মত্যাগ কাছ থেকে অনুভব করতে পারে, সেই ভাবনা থেকেই আয়োজন। অনুষ্ঠানে স্থানীয় মানুষজনের ভিড় ছিল চোখে পড়ার মতো।












Leave a Reply