নিজস্ব সংবাদদাতা, দঃ দিনাজপুরঃ -ছোট্ট প্রচেষ্টা আজ রূপ নিয়েছে বিশাল আকারে। প্রতিবছরের মতো এবছরও শুভ ষষ্ঠীর পুণ্য লগ্নে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রবীণ মানুষদের মুখে হাসি ফোটাতে বিশেষ কর্মসূচি গ্রহণ করল এক স্বেচ্ছাসেবী সংগঠন। কলেজ পড়ুয়া থেকে শুরু করে সদ্য কলেজ পাশ করা তরুণ-তরুণীরা একত্রিত হয়ে বৃদ্ধ মানুষদের নিয়ে বালুরঘাট শহরের একাধিক বড় দুর্গামণ্ডপ পরিদর্শনের ব্যবস্থা করেন। শুধু তাই নয়, কর্মসূচির অংশ হিসেবে এদিন বস্ত্র বিতরণও করা হয়। উপস্থিত ছিলেন বালুরঘাট সদর ডিএসপি বিক্রম প্রসাদ, বালুরঘাট পৌরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষ, সমাজসেবী তথা রক্তদাতা হিসেবে পরিচিত ‘ব্লাডম্যান’ প্রদীপ সাহা সহ অন্যান্য বিশিষ্টজন। প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এই অনুষ্ঠান।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ নিজেই মঞ্চে দুর্গাপূজা নিয়ে গান পরিবেশন করেন, যা উপস্থিত সকলের মনে বাড়তি আনন্দ যোগ করে। আয়োজকদের কথায়— “প্রতিবছর এই কর্মসূচি আমাদের জন্য এক উৎসবের মতো। সমাজের প্রান্তিক মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করাই আমাদের মূল উদ্দেশ্য।”
ষষ্ঠীর দিনে বালুরঘাটে বস্ত্র বিতরণ ও মণ্ডপ পরিদর্শন – প্রবীণদের মুখে হাসি ফোটাল স্বেচ্ছাসেবী সংগঠন।












Leave a Reply