পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার মহাষষ্ঠীর দিনে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের গুইয়াদহ সর্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপ ফিতে কেটে উদ্বোধন করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ সরকার, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ দোলন হাজরা কর, সাগর মন্ডল সিতি রঞ্জন দত্ত, মইদুল খান, কবিরুল ইসলাম, রিয়াজুল খান সহ এলাকার বিশিষ্ট জনেররা, এই দিন পুজো কমিটির সভাপতি শংকর রানা ও সম্পাদক শুভঙ্কর কোলে জানিয়েছেন এই বছর দশম তম বর্ষে পদার্পণ করল এই পুজো, পুজোর কটা দিন থাকছে নানান সংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সমাজ সেবক মূলক কর্মসূচি।
মহাষষ্ঠীর দিনে গুইয়াদহ সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপ উদ্বোধন করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি।।












Leave a Reply