পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ত্রিমাত্রিক সংস্কৃতি পরিষদ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সমন্বয় সংস্কার চন্দ্রকোনারোড আঞ্চলিক ইউনিটের যৌথ উদ্যোগে চন্দ্রকোনারোডে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয় রবিবার। এই দিন বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানের পাশাপাশি পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতীকী ছবিতে মাল্যদান ও পুষ্প অর্পণের মধ্য দিয়ে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। পাশাপাশি এবং ত্রিমাত্রিক সংস্কৃতি পরিষদের পত্রিকা প্রকাশ করা হয়।এই দিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, শিক্ষক বিমল চন্দ্র রায়, শিক্ষা কর্মাধ্যক্ষ দোলন হাজরা সহ জেলার লেখক,চিকিৎসক ও সাহিত্যিক সহ বিভিন্ন সমাজসেবীরা।
ত্রিমাত্রিক সংস্কৃতি পরিষদের উদ্যোগে চন্দ্রকোনারোডে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্ম জয়ন্তী উদযাপন।












Leave a Reply