মাধবপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর দুর্গোৎসব উদ্বোধন, উপস্থিত মন্ত্রী পুলক রায় ও বিশিষ্টজনেরা।

সরোজ উপাধ্যায় ও অতসী মন্ডল ,মাধবপুর ,হাওড়া:- ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীতে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের অনুপ্রেরণায় হাওড়ার শ্যামপুরের মাধবপুর গ্রামের মহিলা স্বনির্ভর গোষ্ঠী ও গ্রামবাসী দ্বারা পরিচালিত ১৪তম বয়সের দুর্গোৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ,কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ চিন্তক, গবেষক,লেখক অধ্যাপক মহীতোষ গায়েন এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গভূমি সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক অর্ণব দত্ত ও সহদেব দলুই , অধ্যাপক সর্বজিৎ যশ,দীপক কুমার মৃধা (প্রাক্তন WBCS অফিসার),রাজদূত সামন্ত (প্রধান শিক্ষক, সমাজসেবক ও পরিবেশকর্মী)দীপঙ্কর পোড়েল (কবি, সাহিত্যিক ও পরিবেশকর্মী),শ্রীমতী কেয়া চক্রবর্তী (বিশিষ্ট বাচিক শিল্পী ও সমাজসেবী)শ্রীমতী যোগমায়া মণ্ডল (শিক্ষিকা, বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়)।তন্ময় সাঁতরা (বিশিষ্ট চিত্র শিল্পী ও লিটিলহার্ট স্কুলের কর্ণধার) এবং সাংবাদিক রাজেশ মণ্ডল প্রমুখ।

জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবেশ সচেতনতার অনন্য বার্তা ছড়িয়ে দিতে এ বছরের দুর্গোৎসবের মূল থিম ছিল “জলাভূমি সংরক্ষণ”। জীব বৈচিত্রে বাস্তুতন্ত্রে জলাভূমির গুরুত্ব বোঝাতে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় এর এই ভাবনা মাধবপুর পূজা প্রাঙ্গনে ফুটিয়ে তোলা হয়। লতায় পাতায় রোগ মুক্তি যে আমাদের প্রাচীন সংস্কৃতি সে বিষয়ে জন সচেতনতা গড়ে তুলতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রদর্শনীর জন্য ভেষজ গাছ দেওয়া হয় ।
এদিন মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত হয় অঙ্কন প্রতিযোগিতা, রান্না প্রতিযোগিতা ও হাতের কাজের প্রদর্শনী, বিচারকমন্ডলী, সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করেন। বঙ্গভূমি সাহিত্য পত্রিকার উদ্যোগে ৫০ জন দুঃস্থ মহিলাদের বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের
মন্ত্রী পুলক রায় মুখ্যমন্ত্রীর প্রদান করা ১ লক্ষ ১০ হাজার টাকার চেক,মাধবপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির সেক্রেটারি অনুপমা প্রামাণিক এবং পুজো কমিটির সদস্য অলোক প্রামানিক ও সুশান্ত চড়ুই প্রমুখদের কাছে তুলে দেন, তার উপস্থিতিতেই বঙ্গভূমি সাহিত্য পত্রিকা গোষ্ঠী এবছর “বঙ্গভূমি সাহিত্য পত্রিকা শারদ সম্মান ২০২৫” তুলে দেয়
পুজো কমিটির হাতে ।

পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী পুলক রায় বলেন “আমি মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারাকে পাথেয় করে গ্রামবাসীদের বিপদে আপদে তাদের পাশেই থাকবো”। অনুষ্ঠানের প্রধান অতিথি তথা বঙ্গভূমি সাহিত্য পত্রিকার মুখ্য উপদেষ্টা অধ্যাপক মহীতোষ গায়েন তার ভাষণে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবাদর্শ অনুযায়ী তাদের উন্নয়নের খতিয়ান তুলে ধরে আগামী নির্বাচনে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠনের আহ্বান জানিয়ে গ্রামবাসীদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।

বঙ্গভূমি সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক অর্ণব দত্ত ও সহদেব দলুই তাদের বক্তব্যে বলেন “জনকল্যাণকামী আদর্শ নিয়ে আমরা মানুষের পাশে যেমন সর্বদা থাকবো তেমনি সাহিত্য চর্চা,সাধনা ও সৃজন কাজ করে যাব। বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ার প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন,“পরিবেশ রক্ষার চাবিকাঠি হলো জলাভূমি সংরক্ষণ। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই সচেতনতা সর্বস্তরে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।” এদিনের অনুষ্ঠানে মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় স্থানীয় শিল্পী ও আমন্ত্রিত অতিথিদের দ্বারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *