দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কালিকামড়া গ্রাম পঞ্চায়েতের নুরপুর হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন শুক্রবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গোটা ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়াই হয়েছে কড়া পুলিশি নজরদারির মধ্যে।
মোট ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন সিদ্দাকা বেওয়া।
বামফ্রন্ট–কংগ্রেস জোট ও তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষপর্যন্ত তৃণমূল সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা রেখা রায়, ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল কাদের মিয়া, শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, কালিকামড়া অঞ্চল সভাপতি বদুরুদ্দিন আহাম্মেদ, নির্বাচন কনভেনার আজিবুল হোসেন- কালিকামড়া গ্ৰাম পঞ্চায়েত উপ প্রধান সমসের আলী জাকির হোসেন কালি কামড়া অঞ্চল চেয়ারম্যান সত্যনাথ রায় সহ তৃণমূলের বহু নেতা-কর্মী।
ফলাফল ঘোষণার পর উল্লসিত কর্মী-সমর্থকেরা মিছিল বের করে উৎসবে মেতে ওঠেন।
এই প্রসঙ্গে ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম বলেন,
“এই জয় আসলে মা-মাটি-মানুষের জয়। নুরপুর হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা সাফল্য পেয়েছি। আসন্ন বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও এই ফলাফল গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।”












Leave a Reply