গাড়াবাড়িয়া বাঁধে মারধর ও ধারালো অস্ত্র প্রয়োগে জিন্নাত আনসারীর মৃত্যু।

ডোমকল, নিজস্ব সংবাদদাতাঃ- গুরুতর আহত অবস্থায় মৃত্যু হল জিন্নাত আনসারীর। রাতের অন্ধকারে কোপিয়ে খুন করা হয়েছে এক ব্যক্তিকে।
জানাযায় একটি মেয়ের মীমাংসা করতে যাই জিন্নাত আনসারী ডোমকল ব্লকে, সেখান থেকে বাড়ি ফেরার পথেই তিনজনে জিন্নাত আলীকে মদ খাওয়ায়, তার পর পথিমধ্যে আসতেই ডোমকল ব্লকের গাড়াবাড়িয়া বাঁধে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে, এমনটাই বলেন জিন্নাত আলীর ছলে রাজেশ আনসারী । জিন্নাত আনসারী কে আহত অবস্থায় ডোমকল হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডোমকল থানার পুলিশ তার মুখ জবানী নেই। জিন্নাত আলীর মুখ থেকে শোনা যায় সাতজনের নাম।এ বিষয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন । গুরুতর আহত ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে ডোমকল হাসপাতাল থেকে বহরমপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়, আর সেখানে গিয়েই রাত্রি বারোটা ত্রিশ নাগাদ জিন্নাত আনসারীর মৃত্যু হয়। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিহরপাড়া ব্লকের তরতিপুর এলাকায়। জমি সংক্রান্ত পুরনো বিবাদ এর জেরে খুন করা হয়েছে জিন্নাত আনসারী কে বলেন তার ছেলে। নির্মম ও নির্দয়ভাবে খুন করা হয়েছে তার জন্য অপরাধীদের চাই ফাঁসি বলেন জিন্নাত আনসারীর ছলে রাজেশ আনসারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *