বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দশমীর বিসর্জনের শোভাযাত্রায় রাজনৈতিক দলের মঞ্চ বাঁধা নিয়ে রাজনৈতিক উত্তেজনা বালুরঘাটে। প্রতিবছর দশমীর দিন বালুরঘাট থানার পাশে বিজেপি যেখানে মঞ্চ বাঁধে, সেই একই জায়গায় তৃণমূল মঞ্চ বাঁধার প্রস্তুতি নিয়েছে। যদিও মঞ্চ বাঁধার কাজ এখনো শুরু হয়নি, তবে এদিন ওই স্থানে বিজেপির ফ্লেক্সের সামনে তৃণমূলের পক্ষ থেকে দলীয় পতাকা টাঙিয়ে দেওয়া হয়। যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে বালুরঘাটের রাজনৈতিক মহলে। বিজেপি তৃণমূল উভয় পক্ষের দাবি ওই স্থানে মঞ্চ বাধার জন্য পুলিশের পারমিশন নেওয়া হয়েছে।
এবছর দুর্গা পূজার দশমীতে বিসর্জনের শোভাযাত্রায় যে পূজো কমিটির শোভাযাত্রা ভালো হবে, সে সমস্ত পুজো কমিটিকে প্রথম পুরস্কার ৩ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ২ লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার ১ লক্ষ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা করেছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। প্রতি বছর দশমীর দিন বালুরঘাট থানার পাশে দশমীর শোভাযাত্রা দেখার মঞ্চ বাঁধে বিজেপি। এ বছরও ওই একই স্থানে মঞ্চে বেঁধে দশমীর শোভাযাত্রার আর্থিক পুরস্কারের নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে বিজেপি। বিজেপির দাবি মঞ্চ বাঁধার জন্য পুলিশ পারমিশন নেওয়া হয়েছে।
অপরদিকে, তৃণমূলের নেতা সুভাষ চাকি ও টেলিফোনে দাবি করেন ওই স্থানে দশমীর দিন তৃণমূলের হেল্প ডেক্স করার জন্য পুলিশ পারমিশন নেওয়া হয়েছে।
স্বাভাবিকভাবেই, দশমীর দিনের মঞ্চ বাঁধা নিয়ে বালুরঘাটে বিজেপি এবং তৃণমূলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা যে বাড়তে চলেছে তা বলাই বাহুল্য।












Leave a Reply