মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার সন্ধ্যা থেকে মালদায় রথবাড়ি এলাকায় অনুষ্ঠিত হছে পুজো কার্নিভাল। মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্নিভাল উপলক্ষে কড়ানজদাড়ী দেখা গিয়েছে ।সমস্ত দুর্যোগ উপেক্ষা করে গত বছরের চেয়েও বিপুল উৎসাহ, উন্মাদনা সহকারে মালদায় অনুষ্ঠিত হছে পুজো কার্নিভাল। কার্নিভালের চলছে মালদা শহরের রামকৃষ্ণপল্লীর ময়দান সংলগ্ন রাজপথে।ঋণ উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন,মন্ত্রী তাজমুল হোসেন,
জেলা শাসক নীতিন সিংহানিয়া,পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা ও বিভিন্ন আধিকারিকেরা।
মালদায় মুখ্যমন্ত্রীর উদ্যোগে জমজমাট পুজো কার্নিভাল, দুর্যোগ উপেক্ষা করে উচ্ছ্বাসে ভরপুর শহর।












Leave a Reply