পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা সাহিত্য সংসদের ‘গনগনি’- শারদ সংখ্যার চতুর্থ বর্ষের লিপি বন্ধন উন্মোচন হলো গড়বেতার এক বেসরকারি আবাসনে।এইদিন এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য সংসদের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক সুভাষ চট্টোপাধ্যায়।লিপি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তনু দে,দোলন কর হাজরা,নির্মল চালক,মিঠু প্রতিহার,দেবদুলাল মন্ডল,সৌমেন দত্ত,দোলন তেওয়ারি দে,সুপ্রিয়া কুণ্ডু,অনির্বাণ পাল, কৃষ্ণা চন্দ্র,সুস্মিতা রানা পাল,কাঞ্চন দে,কুন্তল তেওয়ারি,মৃন্ময় কোলে,অপূর্বা মিশ্র, স্বর্নেন্দু ব্রহ্ম, লক্ষ্মণ মাইতি,অনির্বাণ চট্টোপাধ্যায়,সম্পাদক রাজীব ঘোষ সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি – সাহিত্যিকদের উপস্থিতিতে।নাচ -গান,কবিতা পাঠে সভাগৃহ বর্ণময় হয়ে উঠে।
গড়বেতার ‘গনগনি’ শারদ সাহিত্য প্রকাশ অনুষ্ঠানের আয়োজন।












Leave a Reply