প্রতিবাদ দিবসের কর্মসূচি হিসাবে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের জেলাশাসক দপ্তরের সামনে একটি বিক্ষোভ সংগঠিত হয় ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সারা দেশ জুড়ে বেকারত্ব, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, উত্তরাখণ্ডের প্রশ্নপত্র ফাঁস, সাম্প্রদায়িকতার প্রতিবাদে যুব সংগঠন এ আই ডি ওয়াই ও’র পক্ষ থেকে সারা ভারত প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়। এই প্রতিবাদ দিবসের কর্মসূচি হিসাবে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের জেলাশাসক দপ্তরের সামনে একটি বিক্ষোভ সংগঠিত হয় । এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ-সভাপতি অনিন্দিতা জানা, রাজ্য কমিটির সদস্য শীর্ষেন্দু বিকাশ শাসমল, টুম্পা গোস্বামী। এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক শীর্ষেন্দু বিকাশ শাসমল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *