স্বল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে হরিরামপুরের হরিবাসর পাড়া, চরম সমস্যায় এলাকাবাসী।।

দক্ষিণ দিনাজপুর-হরিরামপুর, নিজস্ব সংবাদদাতা:- স্বল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে হরিরামপুরের হরিবাসর পাড়া। দীর্ঘ কয়েক বছর যাবত এই সমস্যায় ভুক্তভোগী এলাকার মানুষজন। বাসিন্দাদের অভিযোগ নিকাশি ব্যবস্থা বেহাল থাকার কারণে সমস্যার সমাধান হচ্ছে না। রোজ একরকম হাঁটু জল টপকে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষজনদের।
স্থানীয় বাসিন্দা বিকাশ দত্ত বলেন “জলমগ্ন রাস্তার গর্তে প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দূর্ঘটনা, পাশাপাশি বাড়ছে মশার উপদ্রব। এই পরিস্থিতিতে ডেঙ্গির আশঙ্কায় চিন্তিত আমরা। প্রশাসনের দ্রুততার সাথে সমস্যার সমাধান করা উচিত।”
পঞ্চায়েত অফিসের পাশের রাস্তার এমন বেহাল অবস্থা নিয়ে হরিরামপুর বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা পারভিন জানিয়েছেন “আমি সবে মাত্র প্রধানের দায়িত্ব ভার গ্রহণ করেছি, খুব তাড়াতাড়ি নিকাশি ব্যবস্থা ঠিক করে সমস্যার সমাধান করব।”
পঞ্চায়েত প্রধানের আশ্বাস, পাশাপাশি এলাকাবাসীদের দীর্ঘদিনের দুর্ভোগ। এখন দেখার কতদিনে সমস্যার সমাধান হয় সেদিকেই চেয়ে রয়েছেন হরিরামপুর হরিবাসর পাড়া এলাকার মানুষজন।

বাইট, মৌমিতা পারভিন (গ্রাম পঞ্চায়েত প্রধান বাগিচাপুর)

বাইট, বিকাশ দত্ত (হরিবাসর পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *