দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আজ ২৬শে অক্টোবর রবিবার দুপুরে বালুরঘাটের আত্রেয়ী লজে দক্ষিণ দিনাজপুর সম্মিলিত আবৃত্তি সংস্থার আয়োজনে একদিবসীয় আবৃত্তির কর্মশালার আয়োজন করা হয়। এই একদিবসীয় আবৃত্তির কর্মশালায় বাচিকশিল্পীদের পাশাপাশি আবৃত্তির শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। আবৃত্তির বিভিন্ন বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে কর্মশালায় বিস্তারিত আলোচনা করেন। ভারত ও বাংলাদেশের স্বনামধন্য আবৃত্তি বিশারদ ড. অমিতাভ কাঞ্জিলাল উপস্থিত থেকে আজকের এই একদিবসীয় আবৃত্তির কর্মশালাটি পরিচালনা করেন। বাচিকশিল্পী ও আবৃত্তির শিক্ষার্থী মিলে মোট ৩৫ জন আজকের এই একদিবসীয় আবৃত্তির কর্মশালায় অংশগ্রহণ করেন।
ড. অমিতাভ কাঞ্জিলালের তত্ত্বাবধানে আবৃত্তি শিক্ষার্থীদের একদিবসীয় কর্মশালা।












Leave a Reply