মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – সীমান্তবর্তী এলাকার নজরদারিতে গ্রামবাসীদের শামিল করতে ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ পালন শুরু করল বিএসএফ৷ এই কর্মসূচি উপলক্ষে সোমবাম সকালে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ-এর সদর দফতরে একটি সাংবাদিক সম্মেলন করেন বিএসএফ-এর ডিআইজি অজিত কুমার৷ ভিজিল্যান্স সপ্তাহ পালন করার উদ্দেশ্য উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, ‘ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহে বিএসএফ কর্মীরা সীমান্তের মানুষজনকে ভিজিল্যান্সের উদ্দেশ্য জানান৷ ভিজিল্যান্স সম্পর্কে মানুষ যাতে পুরো বুঝতে পারে তার জন্য কিছু কর্মসূচি নেওয়া হয়৷ বিভিন্ন জায়গায় ব্যানার ও পোস্টার লাগানো হয়৷ বিএসএফ-এর তরফে যে আধিকারিকরা ভিজিল্যান্সের দায়িত্বে থাকেন, তাঁদের ফোন নম্বর,ব্যানার ও পোস্টারে দিয়ে দেওয়া হয়৷ যাতে সাধারণ মানুষ সীমান্তে কোনও বেচাল দেখলেই বিএসএফ-এফকে খবর দিয়ে সতর্ক করতে পারেন অথবা কোন সন্দেহজনক দেশদ্রোহী কার্যকলাপের বিষয় আঁচ করতে পারলেই বিএসএফদের জানানো হয়। এই কর্মসূচি চলবে এক সপ্তাহ ধরে৷ মালদা হেডকোয়ার্টারের অধীনে সমস্ত সেক্টরে সাতদিন ধরে এই কর্মসূচি পালিত হবে৷ সীমান্তে কর্মরত বিএসএফ কর্মী ও আধিকারিকরা সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীদের সঙ্গে সব সময় সৌহার্দ্য বজায় রেখে চলেন৷ এতে তাঁরা যেমন নিজেদের সুরক্ষা সম্পর্কে নিশ্চিন্তে থাকতে পারেন, তেমনই বিএসএফ নিজেদের কাজ ঠিকমতো করতে পারে৷’
সীমান্তে বেচাল দেখলেই খবর দিন বিএসএফকে — জানালেন ডিআইজি অজিত কুমার।












Leave a Reply