উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উত্তর দিনাজপুর জেলার করণদিঘীর দোমোহানা জি.ডি. মিশনে রবিবার অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি ও প্রাক্তনীদের মিলনমেলা। হাসি, আনন্দ আর আবেগে ভরা এই দিনটি যেন ফিরিয়ে নিল অতীতের সেই সোনালি সময়কে।
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। বিদ্যালয়ের সম্পাদক জানে আলাম প্রাক্তনীদের এই ঐক্যকে প্রতিষ্ঠানের গর্ব বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রীদের সংবর্ধনা, বর্তমান ছাত্রীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও বিজ্ঞান প্রদর্শনী ছিল বিশেষ আকর্ষণ।
এই মিলনমেলা শুধু স্মৃতিচারণ নয়, নতুন প্রজন্মের জন্যও ছিল এক অনুপ্রেরণার উৎস। দোমোহানা জি.ডি. মিশনের ১৫ বছরের এই পথচলা প্রমাণ করে—শিক্ষার আলোই সমাজের সত্যিকারের শক্তি।












Leave a Reply