দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট টাউন ক্লাবের একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে ক্লাবের নিজস্ব ময়দানে আজ ২৯শে অক্টোবর বুধবার থেকে শুরু হলো “মিলেনিয়াম কাপ চ্যাম্পিয়ন ট্রফি” এবং “স্বর্গীয় গজানন্দ জাজোদিয়া মেমোরিয়াল রানার্স-আপ ট্রফি” নক আউট দিবা-রাত্রি ফুটবল প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করছে। আজকের উদ্বোধনী খেলায় পতিরামের “ভোরের আলো” ও রায়গঞ্জ স্পোর্টস ক্লাব পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে। আজকের দ্বিতীয় খেলায় বালুরঘাট টাউন ক্লাব ও পতিরাম হাই স্কুল–নাইনটি টু ব্যাচ পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে। আজকের উদ্বোধনী খেলায় টাউন ক্লাবের সদস্যদের পাশাপাশি বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, পৌরসভার এম সি আই সি বিপুল কান্তি ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আগামী ২রা নভেম্বর রবিবার অবধি এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
টাউন ক্লাবের শতবর্ষোত্তর উদযাপনে শুরু দিবা-রাত্রি নক আউট ফুটবল প্রতিযোগিতা।












Leave a Reply