পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের শিলাবতী নদীর উপরে থাকা বাঁশ ও কাঠের লোখাটাপোল পরিদর্শন করলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা,এছাড়াও উপস্থিত ছিলেন ৪ নম্বর ও ১২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নবনীতা গুড়ে ডাঙর,গায়ত্রী বেজ,জেলা পরিষদের সদস্য শান্তনু দে,এলাকার বিশিষ্ট সমাজসেবী অসীম সিংহ রায়,মিঠু পতিহার,সাবিনা বিবি,রবিয়াল ভাঙ্গি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য বাঁশ ও কাঠের লোখাটাপোল দিয়ে যাতায়াত করে বেশ কয়েকটি অঞ্চলের সাধারণ মানুষ,প্রত্যেক বছর বর্ষার সময় এলেই জলের তরে ক্ষতি হয় পোলটির,যার ফলে যাতায়াতের অসুবিধা হাতে পড়তে হয় এলাকার মানুষজনের। তাই এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি পাকাপোক্তভাবে ওই পোলটি তৈরি করা হোক। তবে এই দিন বিধায়ক আশ্বাস দিয়েছেন আগামী দিনে তাদের এই সমস্যা সমাধান করবে।
বর্ষায় ভাঙন-দুর্ভোগের অবসান? লোখাটাপোলের উন্নয়নে উদ্যোগের আশ্বাস বিধায়কের।।












Leave a Reply