উত্তরবঙ্গের আট জেলাকে একত্রে নিয়ে প্রশাসনিক বৈঠক, দ্রুত প্রকল্প সম্পন্নের হুকুম মুখ্যমন্ত্রীর।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- উত্তরবঙ্গের আট জেলার মোট ৪২৮ টি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে এসে সোমবার কোচবিহার থেকে দূর নিয়ন্ত্রিত ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে উত্তরবঙ্গের আটটি জেলাকে সঙ্গে নিয়ে প্রশাসনিক বৈঠকে অংশ নিলেন মুখ্যমন্ত্রী। এদিন উত্তরবঙ্গের মোট 428 টি প্রকল্পের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার ২৬ টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুর জেলার ছাব্বিশ টি প্রকল্পের মোট ব্যয় 65 কোটি টাকা।

এদিন কোচবিহার থেকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের বালুছায়া ভবনে উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক বালা সুব্রমনিয়ান টি সহ জেলার বিভিন্ন আধিকারিকেরা। প্রশাসনিক কর্তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই সমস্ত চলমান উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে। সীমান্তবর্তী জেলাগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আরও কড়া নজরদারি বাড়ানোর পরামর্শ দেন তিনি। জেলা পুলিশ সুপার থেকে শুরু করে থানার আইসি-দেরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *