দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) প্রদান, সপ্তম পে কমিশন কার্যকর, শূন্য পদে স্বচ্ছ নিয়োগ, এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ-এর মতো একাধিক গুরুত্বপূর্ণ দাবি নিয়ে রাজ্য কো-অর্ডিনেশন কমিটির ২১তম রাজ্য সম্মেলন আসন্ন। মূল সম্মেলনটি নদিয়া জেলায় অনুষ্ঠিত হবে। তার আগে প্রতিটি জেলায় প্রস্তুতি সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার বালুরঘাটের নিরঞ্জন চৌধুরী মঞ্চে জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে দুপুরে । সম্মেলন শুরুর আগে, সকাল ঠিক ১০টায়, কর্মীদের মধ্যে উৎসাহ বাড়াতে এক বিশাল দাবিদাওয়ার মিছিল সংগঠিত হয়। মিছিলটি নিরঞ্জন চৌধুরী মঞ্চ থেকে শুরু হয়ে বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে আবার মঞ্চেই এসে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক সরকারি কর্মী অংশ নিয়ে তাদের দাবিগুলির পক্ষে জোরালো সওয়াল করেন।
শূন্যপদে স্বচ্ছ নিয়োগ ও অস্থায়ীদের স্থায়ীকরণের দাবিতে রাস্তায় সরকারি কর্মীরা।












Leave a Reply