মালদা, নিজস্ব সংবাদদাতা:—- মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র পরিষেবা চালু।মালদহের বামনগোলা ব্লকের নালাগোলা উত্তর নয়াপাড়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ফ্রিতে কেটে উদ্বোধন করা হলো ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের।বুধবার সকালে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র উদ্বোধনের উপস্থিত ছিলেন শিশু ও নারী কল্যাণ দপ্তরের কর্মদক্ষ পূর্ণিমা বারুই দাস, বামনগোলা গ্রামীণ হাসপিটালের ভারপ্রাপ্ত বিএমওএচ ডঃ সুভদীপ মন্ডল,এলাকার বিশিষ্ট সমাজসেবী দ্বিজবর জয়ধর, ও টিঙ্কু কুন্ডু, বামনগোলা থানার আইসি তরুন কুমার রায় সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিরা।এ বিষয়ে পূর্ণিমা বারুই দাস জানান মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় হবিবপুর বিধানসভার মানুষের জন্য সুখবর প্রত্যন্ত ও দূর্গম এলাকায় ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে ।হসপিটালের অনেকের যেতে সমস্যায়। এই পরিষেবার মাধ্যমে অনেকে সুবিধা পেয়ে অনেক কেউ উপকৃত হবে।বামনগোলা গ্রামীন হাসপালের ভারপ্রাপ্ত বিএমও এচ সুপ্রতিক মন্ডল জানান মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় বামনগোলা ও হবিবপুর এই দুই ব্লক জুরে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র চালু হলো আজ থেকে এই পরিষেবা বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গিয়ে বিভিন্ন চিকিৎসা পরিষেবা দেবে যেমন পেশার, ডায়াবেটিস,জ্বর কাশি সহ গর্ভবতী মহিলাদের বিভিন্ন চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা সাথে সাথেই রিপোর্ট দেওয়া হবে। এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র গাড়িটি তিন দিন বামগোলা ব্লক ও তিনদিন হবিবপুর ব্লকের বিভিন্ন জায়গায় থাকবে।
নালাগোলা উত্তর নয়াপাড়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ভ্রাম্যমান স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন।












Leave a Reply