হরিশ্চন্দ্রপুর, নিজস্ব সংবাদদাতা :- ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরি। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা মস্তান রোড এলাকায়। রাতের অন্ধকারে মিরা দেবির বাড়ির দরজার তালা ভেঙে সোনা ও রুপোর অলঙ্কার থেকে শুরু করে টাকা এবং বাসনপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এক সপ্তাহ আগে মিরা দেবি গঙ্গারামপুরে অসুস্থ জামাইকে দেখতে গিয়েছিলেন। বাড়ি ছিল ফাঁকা। সেই সুযোগে বাড়ির বারান্দার পাঁচিল টপকে ঘরের দরজার তালা ভেঙে সোনা ও রুপোর গয়না,নগদ টাকা,বাসনপত্র নিয়ে চম্পট দেয় চোরেরা। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। শুক্রবার সকালে ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মিরা দেবি বলেন,বাড়ির দরজার তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে চোরেরা। বাড়ির ভিতরে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে,আলমারি ভেঙে ৩ ভরি সোনা ও ২০ ভরি রুপোর অলঙ্কার,নগদ ১ লক্ষ টাকা সহ বাসনপত্র নিয়ে চম্পট দেয় চোরেরা। সব মিলিয়ে প্রায় ৬ লক্ষ টাকার সামগ্রী খোয়া গেছে বলে অনুমান। এদিন সকালে বাড়ির তালা ভাঙা দেখে সন্দেহ হয় বধূর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে এলাকায় চুরির ঘটনায় আতঙ্কিত প্রতিবেশীরা।
রাতের অন্ধকারে পাঁচিল টপকে চুরি, হরিশ্চন্দ্রপুরে আতঙ্ক ছড়াল এলাকায়।












Leave a Reply