অপরিকল্পিত SIR ও বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে বালুরঘাটে যুব তৃণমূলের জোরালো প্রতিবাদ।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- আজ ১৯ ডিসেম্বর বিকেল চারটায় বালুরঘাট থানা মোড়ে বালুরঘাট শহর তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অপরিকল্পিত এস.আই.আর, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষের ওপর অত্যাচার ও বিজেপির দ্বারা বাংলার মনীষীদের অপমানের প্রতিবাদে এই প্রতিবাদ সভা।

উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি অম্বরিশ সরকার, মহিলা সভানেত্রী স্নেহলতা হেমরম, জেলা ছাত্র সভাপতি সৃঞ্জয় সান্যাল, জেলা যুব দুই সহ-সভাপতি কৌশিক সাহা ও খগেশ্বর দেবশর্মশা, বালুরঘাট টাউন সভাপতি সুভাষ চাকি, সহ-সভাপতি সুরজিৎ সাহা, টাউন শ্রমিক সংগঠনের সহ সভাপতি কৌশিক লাহা, প্রাক্তন টাউন সভাপতি প্রীতম রাম মন্ডল। এছাড়াও বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান, এম.আই.সি. আই (mici), শহরের কাউন্সিলরগণ।
বালুরঘাট শহর যুব সভাপতি মনি দাস এর উদ্যেগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জেলা নেতৃত্ব, টাউন নেতৃত্ব,

১৯ , শুক্রবার। প্রতিবাদ সভা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে প্রতিবাদ সভা ।
বালুরঘাট টাউন সভাপতি সুভাষ চাকি।
সহ-সভাপতি সুরজিৎ সাহা ।
টাউন এর শ্রমিক সংগঠনের সহ সভাপতি কৌশিক লাহা।
প্রাক্তন টাউন সভাপতি প্রীতম রাম মন্ডল।

বালুরঘাট শহর যুব সভাপতি মনি দাস এর উদ্যেগে এই প্রতিবাদ সভা।sir bJp পশ্চিম বাংলায় লাগু করা কে কেন্দ্র করে আজ এই প্রতিবাদ সভা টিএম সির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *