আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার বিকেলে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে জটেশ্বর প্রগতি সংঘ ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয়। এই উপলক্ষে জটেশ্বর ও সংলগ্ন এলাকায় উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। ক্লাব প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বসবাসকারী প্রায় ২০০ জন দুস্থ ও প্রয়োজনীয় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, জটেশ্বর ফাঁড়ির ওসি দেবাশীষ রঞ্জন দেব, জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার দত্ত, জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র বর্মন-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।ক্লাব সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ ও ২৩ ডিসেম্বর দু’দিনব্যাপী এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনভর বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাশাপাশি সন্ধ্যা ও রাত্রিকালীন পর্বে কলকাতা ও মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনা উপভোগ করবেন দর্শকরা।
শীতবস্ত্র বিতরণে মানবিক বার্তা, জটেশ্বরে প্রগতি সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন।












Leave a Reply