নিজস্ব সংবাদদাতা, নদিয়া:- আগামীকাল জেলা সফরে আসতে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এস আই আর সহ একাধিক বিষয় নিয়ে করবেন জনসভা। শুক্রবার সেজে উঠেছে প্রধানমন্ত্রীর সভাস্থল। ইতিমধ্যে জোর কদমে চলছে নিরাপত্তার ব্যবস্থা, রাজ্য পুলিশ এবং এসপিজর ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে নদীয়ার তাহেরপুরের মাঠ প্রাঙ্গন। উল্লেখ্য সামনেই বিধানসভা নির্বাচন, নির্বাচনে নিরিখে দলীয় কর্মীদের একাধিক বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী, এছাড়াও এসআইআর নিয়েও দিতে পারেন বার্তা। অর্থাৎ আগামীকাল জনসভা থেকে প্রধানমন্ত্রীর কি ভাষণ দিতে পারে সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্যস্তরের বিজেপি নেতৃত্ব। শুক্রবার প্রধানমন্ত্রী আসা কে কেন্দ্র করে হেলিপ্যাডে চাপারের মাধ্যমে মোহরা চালায় ভারতীয় বায়ু সেনা। অন্যদিকে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়ে খতিয়ে দেখছে এসপিজি।
বিধানসভা নির্বাচনের আগে নদীয়ায় মোদির সভা, নিরাপত্তা চাদরে মোড়া তাহেরপুর মাঠ।












Leave a Reply