প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – হাওড়া সাঁকরাইলে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের প্রচারে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পঞ্চায়েত নির্বাচনের বেশি দিন বাকি নেই লিখতে নির্বাচনে অন্তর্গরা এসে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনীতির দল তাদের এজেন্ডা নিয়ে জনসাধারণের সম্মুখে হাজির তেমনি তৃণমূল পরিচালিত সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এলেন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত প্রচারের সাঁকরাইলে। সঙ্গে ছিলেন সাকালে বিধায় কাঁপিয়া পান এবং তৃণমূলের নেতৃত্ববৃন্দ। মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার সারলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বললেন “প্রধানমন্ত্রীর নীতি তো দুর্নীতি যত দুর্নীতিবাজ ভারতবর্ষকে বিক্রি করছে আর মানুষের টাকা নিয়ে তাদের বিলেত ফেরত যেতে সাহায্য করছে, বিজেপির নীতিটাই হচ্ছে দুর্নীতি তাই ওদের মুখে এসব মানায় না” তিনি এও বললেন “গ্রাম না থাকলে শহর থাকে না, গ্রাম আর শহর একে অপরের পরিপূরক, আর শহর তো থাকবেই গ্রাম না থাকলে শহর মানায় না”। এইভাবে তিনি দলীয় কর্মীদের নিজের বক্তৃতায় উদ্বুদ্ধ করলেন। সর্বোপরি তৃণমূলের কান্ডারী মমতা ব্যানার্জির উন্নয়নকে হাতিয়ার করে প্রচার করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
Leave a Reply