দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসহর জুরে একাধিক দোকান থেকে বিপুল পরিমাণে নকল ফেবিকুইক উদ্ধার করে বংশীহারী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে এদিন শহরের কৃষক রাজার, ট্রাফিক মোড় এবং পীরতলায় বেশ কিছু দোকানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে আনুমানিক ১৫০০ পিস নকল ফেবিকুইক উদ্ধার করে পুলিশ।
ঘটনা উল্লেখ্য কোম্পানির প্রতিনিধিরা দীর্ঘ কয়েক মাস ধরে বুনিয়াদপুরে প্রাথমিক সমীক্ষা চালিয়ে জানতে পারে বেশ কিছু দোকানে কোম্পানিটির নকল সামগ্রী বিক্রি হচ্ছে। তার পর এই বিষয়ে জেলা পুলিশ আধিকারিক এর নিকট অভিযোগ করা হয়।
সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার মহকুমা পুলিশ আধিকারিক এর নেতৃত্বে কোম্পানির প্রতিনিধিদের সাথে নিয়ে দোকানগুলোতে অভিযান চালায় পুলিশ। আর সেই অভিযানে পনেরশো পিস নকল ফেবিকুইক উদ্ধার হয়। কোম্পানি তরফ থেকে দোকান মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়।












Leave a Reply