দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটায় বসবাসকারী অজয় কুমার দে’র পেটে জল হওয়ায় ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে গিয়ে জানতে পারেন উনার লিভারে ক্যান্সার হয়েছে। উনি তৎক্ষণাৎ ব্যাঙ্গালোর থেকে চিকিৎসা করে বাড়ি ফিরে আসেন। অজয় বাবু বাড়ি ফিরে বালুরঘাটের প্রাচ্যভারতী এলাকায় বসবাসকারী হোমিওপ্যাথি চিকিৎসক ডঃ শান্তনু দাসের কথা জানতে পারেন। এরপর অজয় বাবুর ছেলে প্রেসক্রিপশন নিয়ে ফালাকাটা থেকে এসে ডঃ শান্তনু দাসের সঙ্গে যোগাযোগ করেন। এই বছরের আগস্ট মাস থেকে ডঃ শান্তনু দাস অজয় বাবুর চিকিৎসা শুরু করেন। অজয় বাবুর বাড়ির লোকও ফালাকাটা থেকে এসে শান্তনু দাসের কাছে অজয় বাবুর নিয়মিত চিকিৎসা করান। ডঃ শান্তনু দাসের ওষুধ খেয়ে বর্তমানে অজয় বাবু এখন সুস্থ আছেন। উনি জানিয়েছেন আর একটু সুস্থ হলেই উনি সরাসরি বালুরঘাটে এসে ডঃ শান্তনু দাসকে দেখিয়ে যাবেন। পাশাপাশি সম্প্রতি অজয় কুমার দে’র স্ত্রী বুলারানী দে’র হাঁটুর ব্যথার জন্য ছেলেকে পাঠিয়ে ডঃ শান্তনু দাসের চিকিৎসা করে ওষুধ খাচ্ছেন। হোমিওপ্যাথি চিকিৎসক ডঃ শান্তনু দাসের ওষুধ খেয়ে বুলারানী দে’ও বর্তমানে ভালো আছেন।
ডা. শান্তনু দাসের চিকিৎসায় আশার আলো—লিভার ক্যান্সার কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন অজয় দে।












Leave a Reply