পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার আমলাগোড়া চক্রের প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদি,শিশু শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আমলাগোড়া অঞ্চলের স্কট গ্রাউন্ড মাঠে।এইদিন মশাল ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়।পতাকা উত্তোলন করেন গড়বেতা ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অসীম সিংহ রায়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শিক্ষক শান্তনু দে,অঞ্চলের প্রধান দিনু মুর্মু,প্রাক্তন ক্রীড়াবিদ,চক্র অফিসস্টাফ সহ অনেকেই।এই রকম সাজিয়ে গুছিয়ে দৃষ্টিনন্দন ভাবে চক্র ক্রীড়া অনুষ্ঠিত করায় চক্রের প্রশংসা করেন সকলে। চক্রের সহ আহ্বায়ক অভীক মঙ্গল চট্টোপাধ্যায় বলেন, চারটি অঞ্চলের দুটি বিভাগের সতেরোটি ইভেন্টের বালক – বালিকাদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল চক্রের সকল শিক্ষক – শিক্ষিকাদের উপস্থিতিতে। সফল ক্ষুদে প্রতিযোগীদের হাতে পুরস্কারগুলি তুলে দেন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অর্ণব রায় চৌধুরীসহ সার্কেল এর শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
স্কট গ্রাউন্ডে মশাল ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু আমলাগোড়া চক্র ক্রীড়া।।












Leave a Reply