ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা: ফালাকাটা রানার নাট্য সংস্থার ৫১তম বর্ষপূর্তি উপলক্ষে শুরু হতে চলেছে সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। আগামী ২৫ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এই নাট্য উৎসব। ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে গিয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের উৎসবের সূচনা হবে রানার নাট্য সংস্থার নিজস্ব প্রযোজিত নাটক মঞ্চস্থের মধ্য দিয়ে। পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রতিদিন বিভিন্ন নাটক মঞ্চস্থ হওয়ার পাশাপাশি থাকছে বসে আঁকো প্রতিযোগিতা, হাতের লেখা প্রতিযোগিতা, গান প্রতিযোগিতা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ফালাকাটার কমিউনিটি হলে।











Leave a Reply