মানবিক উদ্যোগে বীরভূম জেলা পরিষদ, নববর্ষে কর্মীদের পাশে।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:-  ইংরেজি নববর্ষ উপলক্ষে বীরভূম জেলা পরিষদ অফিসে কর্মরত সকল ডি আর ডব্লিউ কর্মচারী ও গাড়ির চালকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার এই কর্মসূচিতে উপস্থিত থেকে কর্মীদের হাতে শীতবস্ত্র তুলে দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি মাননীয় কাজল সেখ।
এই অনুষ্ঠানে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সভাধিপতি বলেন, জেলা পরিষদের দৈনন্দিন কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে ডি আর ডব্লিউ কর্মচারী ও গাড়ির চালকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মচারী ও চালকরা এই মানবিক উদ্যোগের জন্য জেলা পরিষদের সভাধিপতিকে ধন্যবাদ জানান। নববর্ষের প্রথম দিনে এই ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ জেলা পরিষদ অফিসে কর্মীদের মধ্যে উৎসাহ ও ইতিবাচক মনোভাব সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *