ডোমকলে ভগীরথপুর স্কুলে উৎসবমুখর ফুড ফেস্টিভ্যাল পড়ুয়াদের উদ্যোগে।

ডোমকল, নিজস্ব সংবাদদাতা:- প্রতি বছরের মতো এ বছরও ভগীরথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হলো ফুড ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই খাদ্য উৎসবে পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা।
এবছরের ফুড ফেস্টিভ্যালের নামকরণ করা হয় ‘এসো বস আহারে মেলা’। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মোট ১৬টি স্টল সাজিয়ে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করে। তেলেভাজা থেকে শুরু করে শীতের পিঠে, পায়েস, ফলের স্টল, শীতের চা—সব মিলিয়ে ছিল নানা স্বাদের সমাহার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমকল থানার আইসি তপায় বিশ্বাস, ডোমকল পৌরসভার এক্সিকিউটিভ অফিসার মানবেন্দ্র ঘোষ, ভগীরথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের টিচার-ইন-চার্জ সেলিম রেজা সাঁ-সহ অন্যান্য অতিথিবৃন্দ। অতিথিরা ছাত্রছাত্রীদের উদ্যোগ ও সৃজনশীলতায় প্রশংসা করেন এবং এ ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানান, এই ধরনের ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে পড়ুয়ারা শুধু আনন্দই উপভোগ করে না, পাশাপাশি দলগত কাজ, পরিকল্পনা, দায়িত্ববোধ ও বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা অর্জন করে। শিক্ষার্থীরাও এই আয়োজনের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত বলে জানায়।
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ ঘটাতেই প্রতিবছর এই ধরনের উদ্যোগ নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *